নিজস্ব প্রতিবেদক
জুলাই ০১, ২০২৫
০৯:৫১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২৫
০৯:৫১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পর্যটক বহনকারী অন্তত তিনটি যানবাহনে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ইজারা বন্ধ থাকা কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন।
আটকরা হলেন, কোম্পানিগঞ্জের ডালারপার গ্রামের শফিক মিয়ার ছেলে ইব্রাহিম (২০) ও সফাত মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।
জানা যায়, পাথর কোয়ারি ইজারা দিয়ে ফের চালুর দাবি এবং ক্রাশার মিলের বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে গত শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করেছেন। শনিবার থেকে সিলেটের সব পাথর কোয়ারিতে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি পালিত হয়।
একই দাবিতে সোমবার (১ জুলাই) সিলেটের সব পণ্য পরিবহনের মালিক-শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন।
পাশাপাশি দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে স্থানীয় টুকেরবাজার পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ করেন। এর মধ্যে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন হামলা চালান। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে পরিবেশ উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং পাথর কোয়ারি চালুর দাবি জানাতে থাকেন।
এ সময় একটি প্রাইভেটকার ও বাসসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়।
ভাঙচুরের পরপরই আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তিনি পরিবার নিয়ে পর্যটনকেন্দ্র সাদাপাথর যাচ্ছিলেন। পথে অতর্কিতভাবে তার প্রাইভেটকারে হামলা চালিয়ে কাচ ভাঙচুরের পাশাপাশি পুরো গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাড়ির ভাঙচুর হওয়া কাচ ভেতরে থাকা যাত্রীদের শরীরেও বিদ্ধ হয়েছে।
কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন সিলেট মিরর-কে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কর্মসূচি শেষে দুপুর দুইটার দিকে আমরা ফিরে যাই। কিছুক্ষণ পর জানতে পারি কিছু দুষ্কৃতকারী তিনটি যানবাহন ভাঙচুর করেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরে জড়িত দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছি।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘একটি প্রাইভেটকার ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে আছে। প্রাইভেটকারের মালিক মামলা করবেন। তিনি মামলা করলে আটকদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
প্রসঙ্গত, গত ১৪ জুন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পরিদর্শন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না।’
অন্যদিকে অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে মুহাম্মদ ফাওজুল কবির খান সিলেটের বিভিন্ন স্থানে থাকা পাথর ভাঙার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পর গত ১৬ জুন থেকে পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন।
এএফ/০১