বিদেশি চার খেলোয়াড়-কোচের টাকা দেয়নি সিলেট সিক্সার্স

খেলা ডেস্ক


আগস্ট ০৮, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন



বিদেশি চার খেলোয়াড়-কোচের টাকা দেয়নি সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল সিলেট সিক্সার্সকে আইনী নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড় ও কোচদের বেতন-ভাতা  সময় মতো পরিশোধ না করায় এই নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দলটিকে সব বকেয়া পরিশোধ করতে মৌখিকভাবে অনুরোধ করেছিল বিসিবি। তাদের অনুরোধ আমলে না নেওয়ায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয় সংস্থাটি।

জানা যায়, বিপিএলের ২০১৮-১৯ মৌসুমের কমপক্ষে তিনজন খেলোয়াড় উইন্ডিজ উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান, আফগানিস্তান ক্রিকেটার গুলবাদিন নায়েব, পাকিস্তানি পেসার সোহেল তানভীর এবং কোচ ওয়াকার ইউনিসের বকেয়া এখনও পরিশোধ করা হয়নি। তারা সবাই সে মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন।

আর এ কারণেই বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সিলেট সিক্সার্সকে আইনী নোটিশ দেওয়ার কথা জানিয়ে বলেন, 'এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং বিসিবি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। তবে যে সকল খেলোয়াড় এবং কোচ সরাসরি দলটির সঙ্গে চুক্তি করেছিলেন, তাদের দায় বোর্ডের না এবং বোর্ডের অর্থ প্রদান করারও কোনো কারণ নেই।'

এএন/০৪