কোরিয়োগ্রাফার নিয়ে চহালের নতুন ইনিংস

খেলা ডেস্ক


আগস্ট ১০, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন



কোরিয়োগ্রাফার নিয়ে চহালের নতুন ইনিংস

মুম্বইয়ের জনপ্রিয় কোরিয়োগ্রাফার, চিকিৎসক ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চহাল। বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। বাগদানের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলে চহালের সতীর্থরা শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁকে। ভক্তরাও চহাল ও ধনশ্রীকে শুভেচ্ছা জানান। 

জাতীয় ও রয়্যাল চ্যালেঞ্জার্স দলে চহালের অধিনায়ক বিরাট কোহালি দু’ জনকেই অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধওয়নও শুভেচ্ছা জানিয়েছেন। 

ধনশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা, তিনি কোরিওগ্রাফার, চিকিসক এবং ইউটিউবার। এগিয়ে আসছে এ বারের আইপিএল। তার জন্য নিজের মতো করে ফিটনেস ট্রেনিং করছেন চহাল। কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। তার আগে বাগদান সেরে নিলেন তিনি। মাঠে বল গড়ালে চহাল কী করেন, সেই দিকেই তাকিয়ে তাঁর ভক্তরা

নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা একটি সংস্থারও কর্ণধার। তাঁর সংস্থার নাম ‘ধনশ্রী বর্মা কোম্পানি’। মূলত বলিউডের নাচের জন্যই তিনি বিখ্যাত। মুম্বইয়ে তাঁর একটি নাচের প্রতিষ্ঠানও আছে। তাঁর ইউটিউব চ্যানেলের ফলোয়ারের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামেও ধনশ্রীর অনুরাগীর সংখ্যা প্রচুর। কোরিয়োগ্রাফার ধনশ্রী এক জন পশুপ্রেমী। 

চহালের আগে এ বছর বাগদানের খবর ও ছবি শেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন আর এক ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। এই দুই ক্রিকেটারের লেডি লাক তাঁদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, জানতে উদগ্রীব অনুরাগীরা।

এএন/০২