যে কারণে আগে ব্যাটিং নিয়েছিলেন সাকিব

খেলা ডেস্ক


আগস্ট ৩১, ২০২২
০৩:৫৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩১, ২০২২
০৩:৫৫ পূর্বাহ্ন



যে কারণে আগে ব্যাটিং নিয়েছিলেন সাকিব

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। তবে অধিনায়ক সাকিব আল হাসানের উদ্দেশ্য ছিল আগে ব্যাট করে বড় স্কোর দাঁড় করার।

টসের সময় সাকিব বলেছিলেন, ‘উইকেটটা খুব ভালো মনে হচ্ছে।

স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারলে সেটি তাড়া করতে আফগানিস্তানের জন্য কঠিন হবে। আমাদের তিনজন পেসার ও দুই স্পিনার―আশা করি বোলিংটা ভারসাম্যপূর্ণই। তারা (আফগানিস্তান) খুবই ভালো দল। তাদের বোলিং আক্রমণ অনুযায়ীই আমরা প্রস্তুত হয়েছি। আশা করি, আমরা দেখাতে পারব যে আমরা কী করতে পারি। ’

বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিবও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৯ বলে ১১ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়েছেন তিনি। শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেনের ৩১ বলে অপরাজিত ৪৮ রানের কল্যাণে ১২৭ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। নিজের শততম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। হার নিয়ে মাঠ ছেড়েছেন শেষ পর্যন্ত।


এএফ/০৪