সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫
০৮:১৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২৫
০৮:১৯ অপরাহ্ন
দাবি নিয়ে আজও শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান
জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মদারাসার শিক্ষকেরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দেখা যায়, চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। তারা শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।
এর আগে গত রবিবার দুপুরে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।
এ অবস্থায় গতকাল সোমবার তারা বলেছেন, মঙ্গলবার বেলা দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
জিসি / ০৪