বড়লেখা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২০
১০:২১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
১০:২১ অপরাহ্ন
নিমার আলী
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার তেলিগুল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের চাচা নিমার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় টিলা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি উপজেলা আওয়ামী লীগ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিমার আলীর মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েছেন দলের নেতাকর্মীরা। নিমার আলীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিমার আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার একনিষ্ঠ অনুসারী নিমার আলীর মৃত্যু বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় আওয়ামী লীগে তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিমার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু প্রমুখ।
এজে/আরআর-০২