সিলেটের ৩ ক্রীড়া সংগঠকের বিএসপিএ এওয়ার্ড লাভ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৩, ২০২৫
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২৫
০৩:১০ পূর্বাহ্ন



সিলেটের ৩ ক্রীড়া সংগঠকের বিএসপিএ এওয়ার্ড লাভ


বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেটের আয়োজনে বুধবার (০২ জুলাই) সিলেটে উদযাপিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস’।

দিবসটিতে ‘বিএসপিএ সিলেট স্পোর্টস এওয়ার্ড’ পেলেন ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবলে আলো ছড়ানো তিনজন। তারা হলেন- জাতীয় নারী ক্রিকেট দলের কোচ ও সিলেটের সন্তান একেএম মাহমুদ ইমন, জাতীয় ব্যডমিন্ট দলের কোচ ও সিলেটের সন্তান শিব্বির আহমদ ও তৃণমূলে আশা জাগানিয়া নুনু ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আলী আমজদ।

সিলেটের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

বিএসপিএ সিলেটের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সিলেট জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন আরমান।

স্বাগত বক্তব্য দেন বিএসপিএ সিলেটের সাবেক সভাপতি মান্না চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিএসপিএ সহ সভাপতি হাসান মোহাম্মদ শামীম। অনুষ্ঠানে এওয়ার্ডপ্রাপ্ত তিনজন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সকল ক্ষেত্রেই সিলেট অগ্রগণ্য। ক্রীড়াঙ্গনেও সিলেটের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। সিলেটের মাঠ থেকে উঠে গিয়ে জাতীয় ক্ষেত্রে আলো ছড়াচ্ছেন অনেকেই, যা অন্য অঞ্চলের জন্য অনুকরণীয়।

তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকতায়ও অন্য অঞ্চলের তুলনায় অনেক এডভান্সড সিলেট, যা আশা জাগায়।

ফুটবলের অতীত দিনের কথা স্মরণ করে তিনি বলেন, সেই ট্রেন্ড যদি অব্যাহত থাকতো তাহলে এত দিনে ক্রিকেটের মতো ফুটবল দলও বিশ্বকাপ খেলতো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বিএসপিএ সিলেটের সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ, এসএনপি স্পোর্টস এর নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, ক্রীড়ালেখক শাহীন আহমদ, ক্রীড়ালেখক ও আম্পায়ার তানজিল শাহরিয়ার, ক্রীড়ালেখক মাশরুর রাসেল, ক্রীড়া সাংবাদিক রিফাত বিন জামাল প্রমুখ।

উল্লেখ্য যে, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি আকর্ষণীয় ‘বুসিয়ার’ প্রকাশ করে বিএসপিএ সিলেট।


এএফ/০৩