মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারে হঠাৎ দাম বেড়ে গেছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযানে সাতটি মামলা দায়ের করে বিশ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে পেঁয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।
বিএ-০৩