সিলেটে ট্রাক চাপায় ঝরল কিশোর প্রাণ

সিলেট মিরর ডেস্ক


মে ২০, ২০২৫
০৪:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২৫
০৪:৪৯ পূর্বাহ্ন



সিলেটে ট্রাক চাপায় ঝরল কিশোর প্রাণ


সিলেটে ট্রাক চাপায় মো. নাঈম আহমদ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এএফ/০৩