সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২৫
০৩:০০ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২৫
০৩:০৫ অপরাহ্ন
বিশ্বনাথে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সিলেটের বিশ্বনাথে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হল- ঐ এলাকার মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল-আমিন আহমদ আরিয়ান (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ পর সামাদের মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে নেমে ছেলের নিথর দেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে উদ্ধার করা হয় আরিয়ানের মৃতদেহও। মুহূর্তেই গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় উভয় পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ প্রশাসন।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। কোনো অভিযোগ না থাকায়, উভয় পরিবারকে শিশুদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
জিসি / ০৫