ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২৫
০৩:০৭ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২৫
১২:২০ পূর্বাহ্ন



ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ


আসন্ন ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে তিনদিন এবং পরে সাত দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল।

আজ বুধবার (২১ মে) দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

এ সময় তিনি জানান, ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌপথ চালু হচ্ছে। এই রুটে দুটি ফেরি চলবে, যা সংযুক্ত করবে জামালপুরের সাথে।

অপরদিকে, শ্রমিকদের পাওনা নিয়ে এ উপদেষ্টা জানান, গাজীপুরের টিএনজেড, মাহমুদ গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে ২৮ মে এর মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে।

জিসি / ০১