Cinque Terre

মোহাম্মদ জুনায়েদ খোরাসানী

১০ মে , ২০২০


শিক্ষক ও সাধারণ সম্পাদক

বাংলাদেশ স্কাউট

সিলেট সদর উপজেলা


করোনাভাইরাস প্রতিরোধে স্কাউটিং কার্যক্রম

নোভেল করোনাভাইরাসে বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর বসে নেই। স্কাউটিং কার্যক্রম দেশের যে কোন দুঃসময়, দুর্যোগসহ সকল বিপদ-আপদে অংশগ্রহণ করে থাকে। নিজেকে, পরিবার, সমাজ ও দেশবাসীকে সুরক্ষায় আতঙ্কিত না হয়ে বরং সচেতনতার আহŸানে বাংলাদেশ স্কাউটস, এর প্রায় ২০ লক্ষ সদস্যকে অনলাইনে যুক্ত করে করোনা মোকাবিলায় যুদ্ধ করার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী এ সকল কার্যক্রম চলছে। সকল কার্যক্রমকে সমন্বিত করার লক্ষে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরে একটি ‘করোনা কো-অর্ডিনেশন সেল’ গঠন করা হয়েছে। এই ‘করোনা কো-অর্ডিনেশন সেল’ কর্তৃক কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, উপজেলা / উপ এলাকা-জেলা/ অঞ্চল নেতৃবৃন্দের সঙ্গে ২৪ ঘন্টা যোগাযোগ রক্ষা করে চলছে।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি, প্রধান জাতীয় কমিশনার, জাতীয় কমিশনারসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দ জাতীয় উপ-কমিশনারবৃন্দ বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোক্তা/ প্রতিষ্ঠান এবং প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দ ‘করোনা প্রতিরোধ কার্যক্রম’ এ অন্তর্ভুক্ত আছেন। ইতিমধ্যে দেশের সকল উপজেলা/ উপএলাকা ও জেলা পর্যায়ে কমপক্ষে ২০ জন রোভার স্কাউট ও ইয়াং অ্যাডাল্ট লিডার নিয়ে কমপক্ষে এক বা একাদিক ‘ইমার্জেন্সি রেসপন্সটিম’ গঠন করা হয়েছে।

ইতিমধ্যে ইউনিট পর্যায়ে অনলাইনে প্যাক, ট্রুপ মিটিং আয়োজনে প্রোগ্রাম বিভাগ ,মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এআইএস বিভাগ ,ওরিয়েন্টেশন ও রিফ্রেশার্স কোর্স আয়োজনে প্রশিক্ষণ বিভাগ,পোস্টার প্রণয়নে জনসংযোগ ও মার্কেটিং বিভাগ কর্তৃক নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া স্পেশাল ইভেন্টস, সংগঠন, এক্সটেনশনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ কর্তৃক এ সময়ে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনাসহ মাঠ পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে।

ইতিমধ্যে স্কাউট পরিবারের সুরক্ষায় স্কাউট পরিবারের মাঝে হ্যান্ডস্যানিটেইজার বিতরণ করা হয়েছে। উপজেলায় আবেদন করা হয়েছে অসচ্ছল স্কাউট পরিবারের জন্য ত্রাণের। দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলের স্কাউট পরিবারের তালিকা। বাংলাদেশ স্কাউটস এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শুরু করেছে করোনা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম।

ক. করোনা প্রতিরোধে গৃহীত কার্যক্রমের উদ্দেশ্য 

১. সৃষ্টিকর্তা ও দেশের প্রতিকর্তব্য পালন।

২. কাব,স্কাউট ও রোভারদের মানসিক অবসাদ/ উৎকন্ঠা দূর করে সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখা।

৩. করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েডসহ সমকালীন মহামারী/ অসুখ থেকে নিরাপদ ও সুস্থ থাকার বিষয়ে সচেতনেতা সৃষ্টি।

৪.সমাজে স্কাউটিং এর দৃশ্যমানতা ও ভাবমুর্তি বৃদ্ধি করা।

খ.করোনা প্রতিরোধে স্কাউটদের থিম করা হয়েছে “ভয় নয় প্রতিরোধে করবো জয়”।

গ. নিজেকে নিরাপদ রেখে করোনা প্রতিরোধ কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস একটি নীতিমালা তৈরি করেছে যা কাব স্কাউটদের জন্য।যেমন-

১.কাব স্কাউটরা ঘরে থেকে নিজেকে রক্ষা করবে

২. শুধুমাত্র অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করবে

৩.সংসদ টিভিতে পাঠ্যক্রম/ ক্লাস অনুসরণ করবে

৪.সর্বদা কাব আইন মেনে চলবে

৫. যে কোন কার্যক্রমে অংশগ্রহণকারীদের কমপক্ষে স্কার্ফ পরিধান করা সমীচীন 

 

স্কাউটদের জন্য

১.স্কাউটরা শুধুমাত্র অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করবে

২.অভিভাবকের অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না

৩. সংসদ টিভিতে পাঠ্যক্রম/ ক্লাস অনুসরণ করবে

৪. সর্বদা স্কাউট আইন মেনে চলবে

৫. নিকটবর্তী করোনা চিকিৎসা কেন্দ্রসমূহের ঠিকানাসহ তালিকা সংগ্রহে রাখবে ও প্রয়োজনে সকলকে জানাবে

৬. করোনা বিষয়ে সময় সময়ে জারিকৃত বাংলাদেশ স্কাউটস এবং সরকারি নির্দেশনা/ প্রসিডিয়র অনুসরণ করবে

৭. যে কোনো কার্যক্রমে অংশগ্রহণকারীদের কমপক্ষে স্কার্ফ পরিধান করা সমীচীন

 

রোভার স্কাউট ও ইয়াং অ্যাডাল্টদের জন্য

১.অনলাইনে সকল স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করে সচেতনতা বৃদ্ধির কাজ করবে

২.বাংলাদেশ স্কাউটস ও অভিভাবকের অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না

৩. সর্বদা স্কাউট আইন মেনে চলবে

৪. অভিভাবকের সম্মতি প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ সাপেক্ষে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে

৫. স্থানীয়প্রশাসনেরসমন্বয়ে কর্মসূচিবাস্তবায়নেসীমিতপরিসরেসহায়তাকরা

৬. করোনাবিষয়েসময়সময়েজারিকৃত বাংলাদেশ স্কাউটসএবংসরকারিনির্দেশনা/প্রসিডিয়রঅনুসরণকরা

৭. সকল কার্যক্রমে অংশগ্রহণকারীদের কমপক্ষে স্কার্ফ পরিধান করা সমীচীন

বাংলাদেশ স্কাউটস করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম আউটডার/ অনলাইন/ ইনডোরে বিভিন্ন্ প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা ইত্যাদি সহকার্যক্রম চালিয়ে যাচ্ছে।আজ বিশ্বসহ আমরা বর্তমান কোভিড-১৯ এর জন্য ক্রান্তিকাল পার করে যাচ্ছি। বাংলাদেশে আমরা সবাই মিলে এ পরিস্থিতি সর্বোচ্চ সচেতনতা ও গুরুত্ব দিয়ে প্রতিরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। দেশের জন্য দেশের মানুষকে বাঁচাতে হবে। আর বাঁচতে হলে সচেতন হতে হবে। এই জন্য হোম কোয়ারেনটাইন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্র্যকর। 

আশা করি, আমরা সকলে সর্ব প্রথম সচেতন হব নিজেকে নিরাপদ রেখে, ঘরে থেকে করোনা মোকাবিলার এ যুদ্ধে সামিল হব এবং অবশ্যই জয়ী হব ইনশা আল্লাহ।

 

তথ্যসূত্র : বাংলাদেশ স্কাউটস