সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২৫
০২:১৯ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২৫
০২:২৩ অপরাহ্ন
শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত শুক্রবার বেলা দুপুরে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই মামলার অগ্রগতির বিষয়ে জানতে আজ রবিবার দুপুরে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল থানায় প্রবেশ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
এর আগে, বেলা ১১টায় আন্দোলনকারীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন এবং সেখান থেকে শাহবাগ থানার দিকে রওনা হন।
ঘেরাও কর্মসূচির সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখর ছিলেন— ‘We want justice, justice justice’, ‘শেইম শেইম, ইন্টারিম’, ‘সাম্য, সঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’— এসব স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা।
আন্দোলনস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খান। তারা দ্রুত বিচার ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা দুপুর ১টার দিকে শাহবাগ থেকে সরে যান।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, “সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ধৈর্য ধরুন। আজ বিকেল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমরা বৈঠকে বসব। সেখানে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এবং দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হবে।”
নিহত সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম বলেন, “রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যেন আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কোনো প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই মামলায় জড়ানো না হয়। প্রকৃত অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়, সেটিই আমাদের একমাত্র দাবি।”
উল্লেখ্য, গত শুক্রবারও সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ ঘেরাও কর্মসূচি পালন করেন আইইআর-এর শিক্ষক ও শিক্ষার্থীরা। সেদিন প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে মামলার অগ্রগতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
জিসি / ০১