নিলামে তাহসানের ক্যাসেট পেল সাড়ে ৭ লাখ টাকা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
০১:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০১:৫২ অপরাহ্ন



নিলামে তাহসানের ক্যাসেট পেল সাড়ে ৭ লাখ টাকা

উত্তেজনাময় দর কষাকষি শেষে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’র মাস্ট ডেট কপি ও হাতে লেখা ‘ঈর্ষা’ গানের পৃষ্ঠা বিক্রি হলো সাড়ে ৭ লাখ টাকায়।

সোমবার রাতে ফেইসবুক পেইজে নিলামে আমিন হাসান নামে একজন নিলামের সর্বোচ্চ দরে তাহসানের ক্যাসেট ও গানের পৃষ্ঠা কেনেন; স্ত্রী ও তার দুই মেয়েকে সেগুলো উপহার দিতে চান তিনি।

নিলামের পুরো অর্থ স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনকে দেওয়া হবে বলে জানিয়েছে নিলামের আয়োজক প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন; যা দিয়ে করোনাভাইরাস সঙ্কটে প্রায় পাঁচ হাজার অসহায় পরিবারের দুই সপ্তাহ খাবারের বন্দোবস্ত করা হবে।

তাহসান বলেন, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে এলে এই সময়টা কেটে যাবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, করোনাভাইরাসের কারণে এই সময়ে অনেক মানুষ পথে বসেছে। সাড়ে সাত লাখ টাকায় পাঁচ হাজার পরিবার দুই সপ্তাহ তাদের খাবারের যোগান পাবে।

এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি করে সাকিব আল হাসান ফাউন্ডেশনে দেওযা হয়েছে; যা ব্যয় করা হচ্ছে করোনাভাইরাস সঙ্কটে অসহায়দের মাঝে।

পরবর্তীকালে হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমা, নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহ, নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, চিরকুট ব্যান্ডের সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিটসহ আরো বেশ কিছু বস্তু নিলামে তোলা হবে বলে জানান আয়োজকরা।

পাশাপাশি বাকের ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ কিংবা অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার সুযোগও থাকছে এ আয়োজনে।

বিএ-০৫