সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৯:০৪ অপরাহ্ন
এবার একই পরিবারের ছয় ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছে। ঢাকার সবুজবাগের একটি গলির একটি বাসার এ ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, তাদের সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটি লকডাউন করেছে পুলিশ।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ওই পরিবারের পুরুষ (৬৫) একজন প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।
বিএ-২২