শনিবার থেকে লকডাউনের প্রস্তাব সিসিকের

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২০
০৩:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০৪:৪৬ পূর্বাহ্ন



শনিবার থেকে লকডাউনের প্রস্তাব সিসিকের

বৃহস্পতিবারের বদলে আগামী শনিবার থেকে লকডাউনের প্রস্তাব দিয়েছে সিলেট সিটি করপোরেশন। আজ মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামীকাল বুধবার ঢাকায় লিখিত আকারে এই প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, শাহপরাণ থানার সহকারী কমিশনার মো. মইনুল আবছার, কোতোয়ালি থানার সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী ও সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মো. আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, আফতাব হোসেন খান, রাশেদ আহমদ, এবিএম জিল্লুর রহমান, ফরহাদ চৌধুরী শামীম, ইলিয়াছুর রহমান, মো. ছয়ফুল আমিন (বাকের), মোহাম্মদ তৌফিক বকস, এস এম শওকত আমিন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, শান্তনু দত্ত (সনতু), অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, সৈয়দ তৌফিকুল হাদী, এ কে এ লায়েক, মোস্তাক আহমদ, মো. সিকন্দর আলী, শাহানারা বেগম, রেবেকা আক্তার লাকী, অ্যাডভোকেট কুলসুমা বেগম পপি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার থেকে সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ২৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত লকডাউন করা হবে বলে আজ দুপুরে সিলেট মিররকে জানিয়েছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

ডা. প্রেমানন্দ মণ্ডল সিলেট মিররকে বলেন, ‘আমরা আজকে সিলেটের প্রশাসনের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হবে।'

তিনি বলেন, 'বর্তমানে নগরের ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড মানে সুরমা নদীর এপারের এলাকাগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগী বেশি থাকায় এসব এলাকা রেড জোনে পড়বে। রেড জোনে পড়লে স্বাভাবিকভাবেই লক ডাউনের আওতায় থাকবে।'

সিভিল সার্জন বলেন, 'উপজেলা নিয়েও আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমন এক ইউনিয়নে যদি কোনো বাড়িতে তিনজন রোগী থাকে তাহলে পুরো ইউনিয়ন লকডাউন হবে নাকি শুধু সে বাড়িটি লকডাউন হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘এবারের লকডাউন কঠোর হবে। সিলেটের জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সবার সঙ্গে আবার সভায় বসছেন। কারণ সিলেটের মানুষ যেভাবে রাস্তায় বের হচ্ছে...। তাদের যেকোনোভাবে ঘরে রাখতে হবে।’