নিজস্ব প্রতিবেদক
জুলাই ০২, ২০২১
০৯:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২১
১০:১৫ পূর্বাহ্ন
কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে চলা লকডাউনের দ্বিতীয় দিন চলছে সিলেটে। এই লকডাউনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকা থেকে বিয়ে করে ফেরার পথে নগরের হুমায়ূন রশীদ চত্বর এলাকায় একটি গাড়ি আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকা থেকে বিয়ে করে ফেরার পথে নগরের হুমায়ূন রশীদ চত্বর এলাকায় বর-কনেসহ একটি গাড়ি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ আলী এসে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আরসি-০৭