আফগানিস্তানের ওপেনার নাজিব মারা গেছেন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২০
১১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
১১:৫৬ পূর্বাহ্ন



আফগানিস্তানের ওপেনার নাজিব মারা গেছেন

আফগানিস্তানের ওপেনার নাজিব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে মারা গেলেন। দেশটির জালালাবাদ শহরে গত ২ অক্টোবর একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন নাজিব।
এর পর নানগারহারের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যান এ ক্রিকেটার।
জ্ঞান না ফেরায় নাজিবকে রাজধানীর কাবুলে উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথা ভাবছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এর আগে নাজিব তারাকাইকে দেখতে হাসপাতালে যান আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান, করিম সাদিক ও বোর্ডের কর্মকর্তারা। জাতীয় ক্রিকেট দলের হয়ে একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাজিব তারাকাই।
এএন/০৫