বৃহস্পতিবার থেকে সিলেটে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক


জুন ১৬, ২০২০
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন



বৃহস্পতিবার থেকে সিলেটে কঠোর লকডাউন

বৃহস্পতিবার থেকে সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর থেকে ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন হতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সিলেটে সার্কিট হাউসের এক সভায় এসব সিদ্ধান্ত নেন বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল সিলেট মিররকে বলেন, আমরা আজকে সিলেটের প্রশাসনের সঙ্গে বসে একটি সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হবে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে নগরের ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড মানে সুরমা নদীর এপারের এলাকা গুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগী বেশি থাকায় এসব এলাকা রেড জোনে পড়বে। রেড জোনে পড়লে স্বাভাবিকভাবেই লক ডাউনের আওতায় থাকবে।'

সিভিল সার্জন বলেন, 'উপজেলা নিয়েও আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমন এক ইউনিয়নে যদি কোন বাড়িতে তিনজন রোগী থাকে তাহলে পুরো ইউনিয়ন লকডাউন হবে নাকি শুধু সে বাড়িটি লকডাউন হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রেমানন্দ মণ্ডল বলেন, এবারের লকডাউন কঠোর হবে। সিলেটের জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সবার সঙ্গে আবার সভায় বসছেন। কারণ সিলেটের মানুষ যেভাবে রাস্তায় বের হচ্ছে। তাদের যেকোনো ভাবে ঘরে রাখতে হবে।

'এনএইচ/বিএ-০৬