দশ লাখ কর্মহীন মানুষের পাশে শাবানা আজমি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
০৫:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
০৫:৫৭ অপরাহ্ন



দশ লাখ কর্মহীন মানুষের পাশে শাবানা আজমি

করোনাভাইরাসের সংক্রামনের ফলে কর্মহীন হয়ে পড়েছে ভারতের বিশাল এক জনগোষ্ঠী। এই কর্মহীন দশ লাখ মানুষের পাশে সহায়তা নিয়ে দাড়িয়েছেন অভিনয় শিল্পী শাবানা আজমি।

১৭২ টি জেলার প্রায় দশ লাখ মানুষের পাশে শাবানা আজমি দাড়িয়েছেন প্রতিদিনের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে। এরমধ্যে আছে পরিচ্ছন্নতা রক্ষার সামগ্রীও।

২১টি রাজ্যের ১৭২ জেলার এসকল মানুষের পাশে শাবানা দাড়িয়েছেন একশন এইড ইন্ডিয়ার মাধ্যমে।

তিনি সম্প্রতি একটি টুইটে ধন্যবাদ জানান একশন এইড ইন্ডিয়াকে এই পরিবারগুলোর কাছাকাছি তাকে নিয়ে যাওয়ার জন্য।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরেক টুইট করেন ভারতের জনপ্রিয় মাস্টার শেফ ভিকাশ খান্না।

বিএ-১১