নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২০
০৫:২৯ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৫:৪০ অপরাহ্ন
প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম
সিলেট ছাগল উন্নয়ন খামারের প্রজনন সক্ষম পাঠা খাওয়ার জন্য না দেওয়ায় সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
আজ সোমবার (১১ মে) বেলা ২টার দিকে নগরের টিলাগড়স্থ বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ে এ ঘটনা ঘটে ।
সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম সিলেট মিররকে জানান, ‘আমাদের ছাগল খামার থেকে থেকে প্রজনন সক্ষম পাঠা খামারিদের দেওয়া হয়। এটার আবেদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কর্মকর্তা হয়ে আমাদের কাছে আসে। আমরা যাচাই বাচাই করে ছাগল দিয়ে থাকি। এর বাইরে ছাগল দেওয়ার নিয়ম নেই।
গত ৪ মে রাহুল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা একটি ছাগল জোর করে নিয়ে যায়। এসময় সে ওয়াদা করে এভাবে আর জীবনে ছাগল নিবে না জানিয়ে তিনি বলেন, ‘গতকাল রবিবার সে আরও কয়েকজন নিয়ে অফিসে আসে। তারা স্যার (বিভাগীয় উপপরিচালক ডা. মো. আমিনুল ইসলাম) এর কাছে আরও ছাগল চায়। তখন স্যার তাদের ছাগল না দিলে তারা বাজে ব্যবহার করে এবং হুমকি দেয়।’
তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) কনক (জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক) নামে এক ছেলে এসে স্যারের সঙ্গে বাজে ব্যবহার করে। একটু পরে রনজিৎ সরকার (সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার) নিজে আমাদের অফিসে আসেন। তার ইন্ধনে তখনই আমার উপর হামলা হয়।’
তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যা ৭ দিকে আমি বাসায় ফিরি। এ ঘটনায় আমি মামলা করব।’
এ বিষয়ে অ্যাডভোকেট রনজিৎ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন ছেলের সঙ্গে প্রাণী সম্পদ কর্মকর্তার ঝামেলা হয়েছে। আমি ওই দিকে বিকেলে হাটি-হাটি করে। আমি এই ঘটনা শুনে সমাধানের চেষ্টা করেছি।’
এনসি-/এএফ-০৭