সিলেট মিরর ডেস্ক
মে ৩১, ২০২০
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় সিলেটের কৃতিসন্তান, একাত্তরের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামের করোনাভাইরাস ‘পজিটিভ' এসেছে।
এ সুরকার ও সংগীত পরিচালককে শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা।
তিনি বলেন, নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসার পরই তাকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো।
এর আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে কু্র্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুজেয় শ্যামকে। পরদিন বুধবার বিকালে তার নমুনা সংগ্রহের পর তাকে বাসায় নেওয়া হয়। দুইদিন পর শুক্রবার রিপোর্ট ‘পজিটিভ’ আসায় রাতে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
দুই বছর ধরে মূত্রনালীর ক্যানসারে ভুগছেন এই সুরকার ও সংগীত পরিচালক।
বিএ-২২