‘কলঙ্কিনী রাধা’ গান বাউল করিমের নয়

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৪, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২০
০৪:০৯ পূর্বাহ্ন



‘কলঙ্কিনী রাধা’ গান বাউল করিমের নয়

সম্প্রতি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আনুশকা শর্মা প্রযোজিত ছবি ‘বুলবুল’। ছবিটিতে ব্যবহার করা হয়েছে প্রাচীন লোকগীতি ‘কলঙ্কিনী রাধা’ গানটি। গানটির ব্যবহার নিয়ে ভারতের হিন্দুত্ববাদীরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গানটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। ‘বিবিসি’সহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম গানিটি কিংবদন্তি বাউল শিল্পী শাহ আবদুল করিমের গাওয়া বলে সংবাদ প্রকাশ করেছে। তবে ‘কলঙ্কিনী রাধা’ গানটি শাহ আবদুল করিমের লেখা কিংবা গাওয়া নয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে শাহ নূর জালাল ও গবেষক সুমনকুমার দাশ। তাঁরা বলছেন, ‘গানটি শাহ আবদুল করিমের লেখা নয়, এই গানটি তাকে গাইতেও শোনেননি কেউ।’   

এ বিষয়ে জানতে শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সঙ্গে কথা হয়। শাহ নূর জালাল সিলেট মিররকে বলেন, ‘বাবা কেন, তাঁর সমসাময়িক বা পরের সময়েরও কোনও বাউলকে এই গানটি গাইতে শুনেছি বলে মনে হয় না। বাবার অনেকগুলো অগ্রন্থিত গান নিয়ে আমি কাজ করছি, কোথাও এ গানটি আমি পাইনি।’ 

সিলেট অঞ্চলের কোনো বাউল শিল্পীও এই গানটি নিজের লেখা দাবি করে গেয়েছেন বলে আমার জানা নেই, যোগ করেন নূর জালাল।

তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন গানটি রাধারমণের। এটি রাধারমণের গান বলেও আমার জানা নেই। আসলে ইদানীং অনেকেই লেখালেখি করতে গিয়ে যাচাইবাছাই না করে একজনের গান আরেকজনের বলে চালিয়ে দিচ্ছেন। এ কাজটি বাংলা একডেমি পর্যন্তও করেছে। বাবার গান রাধারমণের গান আর রাধারমণের গান বাবার গান বলে অনেক জয়গায় লিখেছে। এমন ভুল তথ্য পরিবেশনের ফলেই এমনটি হচ্ছে।’ এসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া দরকার বলেও মনে করেন শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল।   

লোকসংস্কৃতি গবেষক ও প্রাাবন্ধিক সুমনকুমার দাশ বলেন, ‘এ গানটি লোকাচারকেন্দ্রিক একটি গান। এটি ভারতের কামরূপী গান, আসাম অঞ্চলের গান। এ গানের গীতিকারের নাম জানা যায় না। শাহ আবদুল করিম কখনোই এ গানটি গাননি।’

প্রসঙ্গত, গত ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’ নামের সিনেমায় ব্যবহৃত প্রাচীন বাংলা লোকগীতি ‘কলঙ্কিনী রাধা’ গানটিকে ভারতের হিন্দুত্ববাদীরা নিতে পারেননি। তারা নেটফ্লিক্স বয়কট করারও ডাক দিয়েছেন। পাশাপাশি অনলাইনে তাদের তোপের মুখে পড়েছেন ছবিটির প্রযোজক আনুশকা শর্মা।

ওই গানে হিন্দুদের ভগবান কৃষ্ণকে ‘কানু হারামজাদা’ এবং রাধাকে ‘কলঙ্কিনী’ বলে বর্ণনার বিষয়টি বিশেষত উত্তর ভারতের হিন্দুদের অনেকে নিতে পারেননি। তাদের আক্রমণ ও সমালোচনার মুখে পড়ে নেটফ্লিক্সের ওই ছবিটি। তবে আনুশকা শর্মা নিজে বা ছবির নির্মাতা সংস্থা এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি।

বিএ-০১