সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৮, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত বলিউড চিত্রনায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার ৮ বছর বয়সী মেয়ে আরাধ্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
গত সপ্তাহে মায়ের পাশাপাশি আরাধ্য, তার বাবা অভিষেক বচ্চন ও দাদা অমিতাভ বচ্চনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়েছিল।
রবিবার এক টুইটে ৭৭ বছর বয়সী বলিউড সুপারস্টার অমিতাভ তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার খবর নিশ্চিত করেন।
পরে একাধিক টুইটে অভিষেক তার নিজের, ৪৬ বছর বয়সী স্ত্রী ও মেয়ে আরাধ্য’র ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান।
তবে অভিষেকের মা জয়া বচ্চন করোনাভাইরাস মুক্ত রয়েছেন।
ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই অভিষেক ও অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বরিয়া ও আরাধ্য বাড়িতেই আইসোলেশনে ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম মেয়েসহ ঐশ্বরিয়ার হাসপাতালে ভর্তির কথা জানায়।
বিএ-০৫