কমলগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন
কন্ঠশিল্পী আলো দেবী
ঈদ উপলক্ষে প্রতিবছর জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবাগত শিল্পীরাও নিজেদের গান এবং মিউজিক ভিডিও প্রকাশ করে থাকেন। তবে এবার সেই চিরচেনা চিত্রের পরিবর্তন ঘটিয়েছে করোনাভাইরাস। ভাইরাসের প্রভাবে এবারের ঈদে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান গান বা মিউজিক ভিডিও প্রকাশ করছে।
এর মধ্যেই 'কলি যুগের রাধা' শিরোনামে একটি ভিন্নধারার গান এবং মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের উদীয়মান কন্ঠশিল্পী আলো দেবী। রানা খানের কথা ও সুরে এবং দেবাশীষ দে পল্লবের পরিচালনায় গান ও মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন শিল্পী আলো দেবী নিজেই।
গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে আলো দেবী বলেন, গানের কথা চমৎকার। বরাবরের মতোই ভালো গান গাওয়ার চেষ্টা করেছি। আমি আশাবাদী গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে আলো দেবীর ইউটিউব চ্যানেল থেকে 'কলি যুগের রাধা' শিরোনামে গান এবং ওই গানের মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।
এসডি/আরআর-০২