সঙ্গীতশিল্পী রবি চৌধুরী করোনামুক্ত

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৩, ২০২০
০৩:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২০
০৩:৪০ অপরাহ্ন



সঙ্গীতশিল্পী রবি চৌধুরী করোনামুক্ত

সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। প্রায় তিন সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়াই করে অবশেষে তিনি সুস্থ হয়েছেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

তিনি বলেন, ‘টানা ১৮ দিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রায় মনে হচ্ছিলো এ বুঝি মারা যাবো। কিন্তু সবার দোয়া ও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমি ফিরতে পেরেছি।’

করোনায় আক্রান্ত হবার পর মারাত্মক শ্বাসকষ্টেও আক্রান্ত হন রবি চৌধুরী। শেষ পর্যন্ত তাকে প্লাজমা থেরাপির ধারস্থ হতে হয়। দুই দফায় প্লাজমা থেরাপি নেন তিনি।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হলে শারীরিক কষ্টের পাশাপাশি যে পরিমাণ মানসিক কষ্টে থাকতে হয় তা ভাষায় প্রকাশ করার নয়। চাই কেউ যেনো আর করোনায় আক্রান্ত না হয়। তবে আমি উপরওয়ালার কাছে শুকরিয়া জানাই। আমার জীবনে অসংখ্য বন্ধু যুগিয়েছি। শত্রু বলতে নেই। করোনা জয় করে আমি নতুন জীবন পেয়েছি। এ জীবন দিয়ে আমি মানুষের সেবায় আরও বেশি নিজেকে নিয়োজিত করতে চাই।’

বিএ-২০