সুজানা'স ক্লোসেটে লাকি, নিপুন ও সাবিলা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৭:৪৮ পূর্বাহ্ন



সুজানা'স ক্লোসেটে লাকি, নিপুন ও সাবিলা

অভিনয় ও মডেলিং থেকে বিদায় নিয়েছেন সুজানা জাফর। লকডাউন সময়ে আটকা পড়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে।  কিছুদিন আগে ফিরেছেন দেশে। সুজানার একটি পোশাকের বিজনেস ছিল। বেশকিছুদিন আগে রাজধানীর বনানীতে চালু করেছিলেন। সেটা মাস ছয়েক আগে বন্ধ করে দেন। করোনার 'নিও নরমাল লাইফ' এ নিও ফর্মে চালু হলো সুজানা'স ক্লোসেট, প্রিজম সুজানা'স ক্লোসেট নামে। যেখানে একজন ফ্যাশন সচেতন তরুণী, নারী শুধু পোশাক নয়, জীবনযাপন সংক্রান্ত সকল অনুষঙ্গ পাবেন।

নতুন করে যাত্রা শুরুর দিনে মঙ্গলবার বনানীর ১১ নম্বর রোডে সুজানা'স ক্লোসেটে হাজির হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়িকা নিপুণ, ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর ও  শারমিন লাকি।

শারমিন লাকি সুজানার জন্য শুভাশীষ জানিয়ে বলেন, সুজানার রুচি ও চিন্তাভাবনার সঙ্গে আমি পূর্বেই পরিচিত। স্বাভাবিকভাবেই ওর কালেকশন চমৎকার হবে। 

সাবিলা নূর বলেন, আমি যে চমৎকার গাউনটি পরে রয়েছি এটা সুজানা আপুরে শো-রুমের। তাই আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি আপুর শো রুমের কালেকশন গুলো চমৎকার। মান ও দামের সমন্বয় রয়েছে। 

সুজানা বলেন, 'পোশাকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। মানসম্মত পণ্যগুলোয় আমাদের শো রুমে পাওয়া যাবে। আমাদের এখানে সমস্ত আয়োজন এক্সক্লুসিভ। দেশ বিদেশের নানা ধরনের পোশাক ও অন্যান্য মেয়েদের লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে।' 

এএন/০৫