ছোট পর্দায় পূজার আয়োজন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৩, ২০২০
০৪:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২০
০৫:০৪ অপরাহ্ন



ছোট পর্দায় পূজার আয়োজন

 

 

শুরু হয়ে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উৎসবকে ঘিরে চ্যানেলজুড়ে থাকছে এবার নানা আয়োজন।

পূজা উপলক্ষে নির্মিত হয়েছে একাধিক বিশেষ নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান। করোনাকালে উৎসবের আনন্দকে খানিক বাড়িয়ে দিতে অষ্টমী, নবমী ও দশমী এ তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

 

টেলিফিল্ম

‘শাপমোচন’। ফাল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসএম দুলাল। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, চাঁদনী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।

অষ্টমীর দিন নাটকটি দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে এনটিভিতে। এদিন রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘সমর্পণ’।

সঞ্জয় কান্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমন তালুকদার। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, নিলয় আলমগীর, চিত্রলেখা গুহ, হাসান ইমাম প্রমুখ।

‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

২৫ অক্টোবর অর্থাৎ নবমীর দিন রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে এটি।

দুর্গা পূজা উপলক্ষে এনটিভিতে ২৬ অক্টোবর দশমীর দিন সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভৈরবী’। শাওন কৈরীর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মে ওয়াতানবি (জাপান), শর্মিলী আহমেদ, মানস বন্দ্যোপাধ্যায়, কাজী শামস তাথৈসহ আরো অনেকে।

ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় দুর্গা পূজার নাটক ‘বিসর্জন’ দেখানো হবে দশমীর দিন বৈশাখী টিভিতে রাত ১১টায়। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, তানভীর ও খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

 

সংগীতানুষ্ঠান

‘এ লগন গান শোনাবার’, বিশেষ সংগীতানুষ্ঠানটি ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় বৈশাখী টিভিতে সম্প্রচারিত হবে। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাহিদ আফরোজ সুমী।

এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী পিন্টু ঘোষ ও হৈমন্তী রক্ষিত। বৈশাখী টিভির সকালের নিয়মিত আয়োজন ‘বৈশাখী সকালের গান’।

পূজা উপলক্ষে ২৬ অক্টোবর দশমীর দিন উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী অলোক সেন। লিটু সোলায়মানের প্রযোজনায় তিনি গাইবেন দুর্গোৎসব সংশ্লিষ্ট জনপ্রিয় সব গান।

একই দিনে রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গোল্ডেন সং’। তাসনুভা মোহনার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী বাদশা বুলবুল।

বেলা ১টা ৩০ মিনিটে রয়েছে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। চলচ্চিত্র নায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।

 

নৃত্যানুষ্ঠান

‘আনন্দ এলো আজ দ্বারে’ বিশেষ নৃত্যানুষ্ঠানটি প্রচারিত হবে দশমীর দিন এনটিভিতে।

ওয়াহিদুল ইসলাম শুভ্র ও মোহাম্মদ নূরজ্জামানের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটির কোরিওগ্রাফার করেছেন কবিরুল ইসলাম রতন।

এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন শখ, সোহেল, লাবণ্য, মীম, সিনথিয়া, শাওন, উপমা।

বি এন-১