সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৮, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছিল জিয়াউল ফারুক অপূর্বকে। সে হিসেবে করোনার ভয়াবহতা ভালোই বোঝেন এ তারকা।
মজার বিষয় হলো, করোনার বিড়ম্বনা নিয়ে নির্মিত হয়েছে অপূর্বর একটি নাটক। যা এখন প্রচারের অপেক্ষায় রয়েছে।
‘হেট ইউ করোনা’ শিরোনামের নাটকে দেখা যাবে অপূর্বকে। মুরসালিন শুভর গল্পে পরিচালনা করেছেন আর এস আর মজুমদার। অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।
জানা গেছে, এ নাটকের সঙ্গে অপূর্বর করোনা আক্রান্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। বেশ আগেই দৃশ্যায়ন হয়েছে। ঘটনাচক্রে অপূর্ব সুস্থ হওয়ার পর প্রচারে যাচ্ছে ‘হেট ইউ করোনা’।
করোনার লকডাউনে পরস্পরের সঙ্গে সরাসরি দেখা করতে না পারা এক জুটির গল্প নিয়ে নির্মিত হয়েছে এ নাটক।
শুক্রবার দুপুর ২টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘হেট ইউ করোনা’। এরপর দেখা যাবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
সপ্তাহ দু-এক আগে অপূর্বর হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে। এরপর সুস্থ হয়ে ১১ নভেম্বর বাড়ি ফেরেন অভিনেতা।
বি এন-৫