কান্দিগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মাণের পাঁয়তারা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন



কান্দিগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মাণের পাঁয়তারা
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

একটি মহল মালিকানাধীন জায়গার ওপর দিয়ে রাস্তা তৈরির তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের হেলাল আহমদের স্ত্রী নাজমা আক্তার। শনিবার (২১ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন। 

নাজমা আক্তার বলেন, ‘হারিছ আলী, আজাদ বক্স ও তাদের সহযোগীরা সরকারি রাস্তা দখল করেন। এ সংক্রান্ত উচ্ছেদ মামলার প্রেক্ষিতে।নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাঁচাঘর, পাকাঘর ও গোয়লঘর উচ্ছেদ করেন। উচ্ছেদকালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জাহির, জালালাবাদ থানার পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট আমার ও বিবাদীর বাড়িসহ সরকারি রাস্তায় পাকা পিলার মেরে চিহ্নিত করেন এবং ইউপি সদস্য আব্দুল জাহিরকে উক্ত রাস্তা মানুষের চলাচলের উপযোগী করে তোলার অনুরোধ করেন। কিন্তু পরবর্তীতে হারিছ আলী ও তাদের সহযোগীরা সরকারি রাস্তার সীমানা পিলার ও আমাদের বাড়ির সীমানা পিলার উপড়ে ফেলেন এবং আমাদের ওপর আক্রমণ করেন।’

নাজমা আক্তার বলেন, ‘হারিছ আলী হয়রানির উদ্দেশে তার শ্যালিকা খয়রুন বেগমকে দিয়ে আমি, আমার ভাই মুহিব ও চাচাতো ভাই আব্দুল ওদুদকে আসামি করে মামলা করান। তাদের ছনের ঘরে আগুন লাগানোর অভিযোগ করেন তারা। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের দায়ের করা মামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে পুলিশ ও পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। এ মামলায় আমাদেরকে ফাঁসাতে না পেরে হারিছ আলী ও খয়রুন বেগম আমাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ প্রভাবিত হয়ে আমাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।’

নাজমা আক্তার অভিযোগ করে বলেন, ‘হারিছ আলী ও তার সহযোগীরা প্রতিনিয়ত আমাদের প্রাণে মারার হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে, বহিরাগতদের দিয়ে আমাদের বাড়ি নজরদারিতে রাখছে। তাদের হুমকির মুখে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সঠিক তদন্তের মাধ্যমে সরকারি জায়গা দখলমুক্ত করে রাস্তা প্রশস্তকরণ কারার দাবির পাশাপাশি ব্যক্তিগত সম্পদ দখল করে রাস্তা তৈরির পাঁয়তারাকারী হারিছ আলী ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাজমা আক্তার।

বিএ-০১