সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৮, ২০২০
০৬:০৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০৬:০৪ অপরাহ্ন
বরেণ্য নাট্যজন আলী যাকেরের মৃত্যুর মাত্র এক দিন পর এবার না ফেরার দেশে চলে গেলেন আরও এক বরেণ্য ব্যক্তি। সঙ্গীত জগতের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খান (৬১) ওরফে শাহীন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর চাচা একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সুরকার শেখ সাদি খান। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ওস্তাদ শাহাদাৎ হোসেন খান ছিলেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি।
ওস্তাদ আলাউদ্দিন খাঁর কনিষ্ঠ ভ্রাতা সঙ্গীত জগতের আরেক দিকপাল সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর বড় ছেলে ওস্তাদ আবেদ হোসেন খানের ছেলে ছিলেন বরেণ্য সরোদ শিল্পী শাহাদাৎ হোসেন খান।
উল্লেখ্য, নাট্যজন আলী যাকের ও ওস্তাদ শাহাদাৎ হোসেন উভয়েই ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান। গুণি এই সঙ্গীতজ্ঞের আকস্মিক মৃত্যুতে নবীনগরের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরসি-০১