‘বুবুজান’-এ সালওয়া

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৪, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
০৪:১৮ অপরাহ্ন



‘বুবুজান’-এ সালওয়া

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিস ওয়ার্ল্ড খ্যাত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। ছবির নাম ‘বুবুজান’। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে সালওয়ার বিপরীতে থাকছেন শান্ত খান।

সালওয়া বলেন, ‘গত ২২ জানুয়ারি আমি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। গল্পটাও বাস্তবধর্মী। আমার বিপরীতে শান্ত খান।’

জানা যায়, ২০০১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছিলেন সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। সে ঘটনার উপর ভিত্তি করে শামীম আহমেদ রনি নির্মাণ করছেন ‘বুবুজান’। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি। মাহিকে শান্ত খানের বোনের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। আগামী মাসের মাঝামাঝি থেকে ছবিটির শুটিং শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। বর্তমানে কাজ করছেন সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ চলচ্চিত্রে।

বিএ-১৪