কোয়ান্টিটি নয় কোয়ালিটিই গুরুত্বপূর্ণ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:১২ অপরাহ্ন



কোয়ান্টিটি নয় কোয়ালিটিই গুরুত্বপূর্ণ

নাজিফা তুষি। ২০১৪ সালে ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযগীতায় অংশ নিয়ে প্রথম রানার্সআপ হয়ে শোবিজে পা রাখেন। নাম লিখান সিনেমাতে। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে রাজকীয় অভিষেক হয় তুষির। এই সাত বছরের ক্যারিয়ারে কোনো নাটকে অভিনয় করেননি। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকেই বেশি গুরুত্ব দেন বলে জানালেন এ অভিনেত্রী। এবার প্রথম ভালোবাসা দিবসকে ঘিরে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এ লাক্সতারকা।

দর্শকদের পাঠানো গল্পে প্রতি বছর ভালোবাসা দিবসকে ঘিরে নির্মাণ করা হয় নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ক্লোজআপ ‘কাছে আসার গল্প’ শিরোনামে এবারও নির্মিত হচ্ছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার একটির শিরোনাম ‘অথবা প্রেমের গল্প’। এর মধ্য দিয়েই ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’ অভিনয় করেন তুষি। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ জামান শাওন। সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে এটির দৃশ্যায়ণ হয়েছে।

‘অথবা প্রেমের গল্প’ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’ এবারই প্রথম কাজ করেছি, টেলিভিশনের জন্যেও এটা আমার প্রথম কাজ। চমৎকার একটি গল্পে কাজ করেছি। যেহেতু ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ভালোবাসা দিবসের বিশেষ প্রজেক্ট আর এটা নিয়ে দর্শকদের মধ্যে একটা অন্যরকম বাড়তি আগ্রহ রয়েছে; তাই এখানে কাজ করেছি। 

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘আইসক্রিম’ এর পর কাজ করেছেন ‘হাওয়া’ সিনেমায়। তুষি বলেন, ‘হাওয়া’ ছবির কাজ শেষ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আমি যতটুকু জানি। এবছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জেনেছি।

দ্বিতীয় সিনেমায় এতটা সময় নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি শুরু থেকেই সিনেমার বিষয়ে ফোকাস দিয়েছি। প্রথম ছবিটা করার সময়েই আমি অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু পছন্দমত গল্প ও পরিচালক না পাওয়ায় তা ফিরিয়ে দিয়েছি। আর এমন না যে আমার বছরে ৪/৫ টা সিনেমা করতে হবে! আমি কম কাজ করছি। আমার কাছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি গুরুত্বপূর্ণ।