পর্নো সাইট চালানোর অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৪০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৪০ অপরাহ্ন



পর্নো সাইট চালানোর অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

পর্নো ওয়েবসাইট চালানোর অভিযোগে অভিনেত্রী গহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে পর্নো ওয়েবসাইট চালানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গহনা বলিউডের নির্মাতা একতা কাপুরের ‘গান্দি বাত’র একজন অভিনেত্রী হিসেবে বেশ সমাদৃত।

পুলিশ সূত্র জানায়, গহনা বশিষ্ঠ যে পর্নো ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করেন। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো।

অভিযোগের প্রমাণ হাতে পেয়ে অবশেষে ৭ ফেব্রুয়ারি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করল গহনাকে। 

জি নিউজ জানায়, আজ রবিবার তাকে আদালতে তোলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে বেশ কিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্নো র‌্যাকেডের সঙ্গে যুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

বিএ-১৩