সেরা অভিনেতার পুরস্কার পেলেন সুশান্ত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২১
০১:৫৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০১:৫৭ অপরাহ্ন



সেরা অভিনেতার পুরস্কার পেলেন সুশান্ত

বিনোদন জগতে অবদানের জন্য সুশান্ত সিং রাজপুতকে (সেরা অভিনেতা) ‘মরণোত্তর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দাদা সাহেব পালক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এ ঘোষণা আসে।

এ আসরে সিনেমা ও ওয়েব দুনিয়া মিলিয়ে একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেরার স্বীকৃতি পেয়েছেন বলিউডের নামি-দামি তারকারাও। এর মধ্যে সুশান্তর পুরস্কার প্রাপ্তিতে খুবই আপ্লুত তার ভক্তেরা।

মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।

হরর-কমেডি ছবি ‘লক্ষ্মী’তে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় কুমার।

সমালোচকদের বিচারে ‘গিলটি’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন কিয়ারা আদভানি।

ব্ল্যাক-কমেডি ‘লুডো’র জন্য সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন অনুরাগ বসু।

সেরা ছবি মনোনীত হয়েছে অজয় দেবগণ-সাইফ আলী খান অভিনীত ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’।

ওয়েব সিরিজ ‘আরিয়া’র  জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুস্মিতা সেন। এ ছাড়া ‘আশ্রম’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতা ববি দেওল ও ‘লুটকেস’ ছবিতে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কুণাল খেমু। 

বিএ-০৬