আজ ও কাল মঞ্চায়িত হবে দুটি নাটক

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন



আজ ও কাল মঞ্চায়িত হবে দুটি নাটক
একুশের আলোকে নাট্য প্রদর্শনী

একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে আজ থেকে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত প্রদর্শনীর তৃতীয় ও চতুর্থ নাটক মঞ্চায়িত হবে।

সিলেট নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আজ সন্ধ্যা ৭টায় থিয়েটার সিলেট মঞ্চায়িত করবে আর্নেস্ট হেমিংওয়ে’র উপন্যাস অবলম্বনে কামরুল হক জুয়েলের অনুবাদ ও নাট্যরূপ নির্দেশনায় ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সী’। পরদিন শনিবার একই সময়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ মঞ্চায়িত করবে সৈয়দ ওয়ালিউল্লাহ’র রচনায় ও রতন দেব’র নির্দেশনায় নাটক ‘তরঙ্গভঙ্গ’।

‘যাক কেটে যাক নিকষ কালো, মঞ্চে আবার জ্বালাও আলো’ এই স্লোগানে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া একুশের আলোকে নাট্য প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে স্বাস্থ্যবিধি মেনে মঞ্চনাটক দেখার জন্য নাট্যামোদী দর্শক শুভানুধ্যায়ীদের অনুরোধ জানিয়েছেন।

আরসি-০৩