সোমবার টিকা নিয়েছেন ৪ হাজার ৯৭৫ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০২, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন



সোমবার টিকা নিয়েছেন ৪ হাজার ৯৭৫ জন

সিলেট বিভাগে গতকাল সোমবার আরও ৪ হাজার ৯৭৫ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৯৩৪ জন পুরুষ ও ২ হাজার ৪১ জন নারী। এ নিয়ে পুরো বিভাগে টিকা গ্রহণ করলেন ১ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সিলেট জেলায় ২ হাজার ৬৩৭ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৫৯৫ জন পুরুষ এবং ১ হাজার ৪২ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৭৭০ জন। এদের মধ্যে ৪১৩ জন পুরুষ ও ৩৫৭ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৫০৩ জন। এর মধ্যে ২৮৬ জন পুরুষ এবং ২১৭ জন নারী। মৌলভীবাজার সোমবার ১ হাজার ৬৫ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৬৪০ জন ছিলেন পুরুষ এবং ৪২৫ জন নারী।

নগরে গতকাল ১ হাজার ৬৮০ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৮৩২ জন এবং নারী ৬১৮ জন। পুলিশ হাসপাতালে গতকাল ২৩০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮২ জন নারী।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এনএইচ/আরসি-০১