বজলুল মজিদ খসরু স্মরণে শোকসভা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৩, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন



বজলুল মজিদ খসরু স্মরণে শোকসভা

বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. বদলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২ নম্বর বার হলে আয়োজিত শোকসভায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি একাধারে আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সর্বমহলে সমাদৃত এই গুণী ব্যক্তির মৃত্যু সবাইকে শোকাহত করেছে।’

সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ও যুগ্ম সম্পাদক-২ মুমিনুর রহমান (টিটু) এর যৌথ পরিচালনায় শোকসভায় বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও নির্বাচিত অপর সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম।

শোক সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সমিতির জ্যেষ্ঠ সদস্য মুফতি মাওলানা মো. আব্দুর রহমান চৌধুরী।

বক্তব্য দেন, সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম ও সরকারি কৌঁসুলি মো. রাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), মো. আব্দুল কুদ্দুছ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ওবায়দুর রহমান, সমিতির সিনিয়র সদস্য মিনহাজ উদ্দিন খান, আবুল খায়ের হেলাল আহমদ, মুসলেহ উদ্দিন, শফিকুল ইসলাম সবুজ, আবু সালেহ চৌধুরী ও কানন আলম প্রমুখ। এ সময় সমিতির তিনশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমদাদুল হক।

আরসি-০৮