সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৯, ২০২১
০৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০৮:৪৮ পূর্বাহ্ন
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনায় রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির।
সংবাদ পাঠিকা হিসেবে বৈশাখী টিভিতে তার যুক্ত হওয়ার খবরে হৈচৈ পড়ে যায় চারিদিকে। এবার জানা গেলো সিনেমায়ও যুক্ত হয়েছেন তাসনুভা।
বাংলাদেশে এবারই প্রথম কোনো সিনেমায় দেখা যাবে রূপান্তরিত নারীকে।
সংবাদ পাঠিকা হিসেবে যুক্ত হওয়ার আগেই নির্মাতা অনন্য মামুন তাসনুভাকে তার নির্মাণাধীন ‘কসাই’ সিনেমায় যুক্ত করেছেন বলে জানিয়েছেন।
সিনেমায় একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রূপান্তরিত এই নারী।
অনন্য মামুন বলেন, ‘তাসনুভা শিশির দুর্দান্ত অভিনয় করেছেন। তার উচ্চারণ ও অভিনয় দুটোই দর্শকের ভালো লাগবে।
তিনি উচ্চশিক্ষিত এবং থিয়েটারে করারও অভিজ্ঞতা রয়েছে। তার অভিনয় আমার খুব মনে ধরেছে।’
মামুন আরও জানান, শুটিং শেষে আগামীকাল (১০ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে ‘কসাই’। সেন্সর ছাড়পত্র পেলে শিগগিরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
গত ৮ মার্চ বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করা তাসনুভার জন্ম বাগেরহাটের মংলায়। ২০০৭ সাল থেকে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত।
বর্তমানে কাজ করছেন নাটকের দল বটতলায়। পাশাপশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।
বি এন -০৪