সিলেটে ছাত্রলীগের কর্মীসভা ১৩ মার্চ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন



সিলেটে ছাত্রলীগের কর্মীসভা ১৩ মার্চ

দীর্ঘদিন কমিটিবিহীন থেকে অনেকটা স্তবির হয়ে যাওয়া সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগকে চাঙ্গা করতে সিলেট আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আগামী ১৩ মার্চ (শনিবার) দু’জন সিলেটে আয়োজিত কর্মীসভায় যোগ দেবেন তারা। বেলা দুইটায় সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ কর্মীসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বুধবার (১০ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সিলেট জেলা এবং মহানগর শাখার সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

আরসি-০৭