মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২১
১২:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন



মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক


সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমৃত্যু জনসেবা করে গেছেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ। নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এএন/০৪