ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে মাহমুদ উস সামাদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১২, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০৬:২১ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে মাহমুদ উস সামাদের মরদেহ

সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ এসে পৌঁছেছে ফেঞ্চুগঞ্জে। আজ শুক্রবার দুপুর ১২ টায় এয়ার অ্যাম্বুল্যান্সযোগে তার মরদেহ পৌঁছায়।

স্থানীয় এনজিএফএফ স্কুলের মাঠে এস সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হয় তার বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে মাহমুদ উস সামাদ এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। আগামী ১৬ মার্চ এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার।

আরসি-০৭