বদরুজ্জামান সেলিমের করোনাক্রান্ত ২ ছেলের সুস্থতা কামনায় দোয়া সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২১
১১:২৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
১১:২৭ অপরাহ্ন



বদরুজ্জামান সেলিমের করোনাক্রান্ত ২ ছেলের সুস্থতা কামনায় দোয়া সম্পন্ন

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের দুই ছেলে করোনাক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আইসোলেশনে রয়েছেন। তাদের সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ মার্চ) বাদ আসর নগরের দরগাহে হজরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আব্দুস সোবহান।

মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, বদরুজ্জামান সেলিমের ছোট ভাই শওকত আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমীন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম. মখলিছ খান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, নাসির উদ্দিন রহীম ও নজরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী, পারভেজ আহমদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, ২৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, বিএনপি নেতা তানভীর আহমদ, রিয়াদুল হাসান রুহেল, সাবেক যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি প্রমূখ।

আরসি-১২