বিয়ানীবাজার প্রতিনিধি
মার্চ ১৩, ২০২১
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে দিন দিন করোনার টিকা গ্রহীতার সংখ্যা বাড়লেও পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছেন নারীরা।
উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার এ পর্যন্ত প্রায় ৭ হাজার লোক টিকা নিয়েছেন।
তবে শনিবার (১৩ মার্চ ) পর্যন্ত মোট ৬৩৭৮ জন টিকা নেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে প্রথমদিকে নারীদের টিকা নেয়ার হার কাম থাকলেও গত ক’দিনে তা কিছুটা বেড়েছে।
টিকা গ্রহণে অনীহা, ভীতি আর দূরত্বের কারণে নারীরা এক্ষেত্রে এতদিন পিছিয়ে ছিলেন। এছাড়া তাদের উৎসাহ দিতে পুরুষরা এগিয়ে আসছেন না।
গত বৃহস্পতিবার (১১ মার্চ ) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২২২ জন নারী টিকা গ্রহণ করেন বলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান জানান।
বিয়ানীবাজারে সকল শ্রেণী এবং বয়সের নারীই এখন টিকা গ্রহন করছেন। তাদের মধ্যে টিকা নিয়ে বিভ্রান্তি ও ভয় দূর হয়েছে।
প্রবাস থেকেও দেশের স্বজনদের ফোন করে টিকা নেয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া বিভিন্নমুখী প্রচারণায়ও আকৃষ্ট হচ্ছেন নারীরা।
বিয়ানীবাজার উপজেলা জুড়ে করোনার টিকা গ্রহণে নারীদের উৎসাহ প্রদানে আরো প্রচারণা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, নারীদের টিকাগ্রহণে ভীতি দূর করতে হবে। টিকাকেন্দ্রের ভিড়ের কথা চিন্তা করেও অনেকে আগ্রহ হারান।
নির্দিষ্ট সময় অথবা দিন শুধুমাত্র নারীদের টিকাদানের জন্য নির্ধারিত করলে তাদের আগ্রহ বাড়তে পারে।
তবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত টিকা গ্রহণে কোন ভিড় নেই। বিয়ানীবাজারে নারী হিসেবে প্রথম টিকা নেন সাবেক ইউএনও মৌসুমী মাহবুব।
যদিও উপজেলার অনেক নারী মহিলা সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, নারী সরকারি কর্মকর্তা, শিক্ষিকা, মহিলা ভাইস চেয়ারম্যানসহ অনেকেই টিকা নেননি।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেন, নারীদের টিকাগ্রহণে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেন পারেন পুরুষরা।
প্রত্যেক পরিবারের পুরুষরা সহযোগিতা করলে টিকাগ্রহণে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে।
এস এ/বি এন-০১