তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচার শুরু!

শিপার আহমেদ, বিয়ানীবাজার


মার্চ ১৩, ২০২১
১১:২১ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
১১:২১ অপরাহ্ন



তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচার শুরু!

তফসিল ঘোষণা ও দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের আগেই সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নে প্রচারপত্র ছাপিয়ে লাঙ্গল মার্কায় ভোট চাইছেন জাতীয় পার্টির নেতা ফয়জুর রহমান (এসনু) মিয়া। চেয়ারম্যান পদে জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী এই নেতার ছাপানো লাঙ্গল মার্কার বেশ কিছু ছোট পোস্টার-স্টিকার শোভা পাচ্ছে উপজেলা সদর ও শেওলা ইউনিয়নের বিভিন্ন দেয়াল, বিদ্যুতের খুঁটি, সড়কের মাইলপোস্টসহ বিভিন্ন দোকানে। তফসিল ঘোষণার আগে এ রকম পোস্টার সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এতে সচেতন বিভিন্ন মহলে দেখা দিয়েছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত বলেন, 'দলীয় প্রতীক দিয়ে ফেস্টুন টানানোর বিষয়ে আমার জানা নেই। শেওলা ইউপি নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। এ কারণে দলীয়ভাবে এখনও প্রার্থী বাছাইয়ের কোনো কাজ শুরু হয়নি। নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে জেলা কমিটি থেকে মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়ে থাকে। এখন যাচাই-বাছাই করে দলীয় প্রধান প্রার্থী তালিকা থেকে চূড়ান্ত অনুমোদন দেবেন। দলীয় প্রধানের অনুমোদন দেওয়ার আগেই কেউ নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে প্রচার চালালে সেটা অতি উৎসাহী হয়ে করছেন। এটা একধরনের দলীয় শৃঙ্খলাভঙ্গের কাজ।'

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু বলেন, 'দলের একক প্রার্থী হলেও তফসিল ঘোষণার আগে প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা করা নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বিয়ানীবাজার উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, 'তফসিল ও দলীয় প্রার্থিতা ঘোষণার আগে তো দূরের কথা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীই আনুষ্ঠানিকভাবে প্রচার চালাতে পারবেন না। প্রতীকসংবলিত ফেস্টুন ছাপিয়ে কেউ ভোট চাইলে সেটা কমিশনের নির্দেশনার গুরুতর লঙ্ঘন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

শনিবার (১৩ মার্চ) সকাল থেকে শেওলা ইউনিয়নের বিভিন্ন স্থানে শোভা পেতে দেখা গেছে ফয়জুর রহমান (এসনু) মিয়ার পক্ষে সাঁটানো এসব ফেস্টুন। এসব ফেস্টুনে লেখা রয়েছে- ‘আসন্ন ৪ নম্বর শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান (এসনু) মিয়াকে লাঙ্গল মার্কায় ভোট দিন।’ ফেস্টুনের একপাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এ টি ইউ তাজ রহমানের ছবি এবং অন্যপাশে এসনু মিয়ার নিজের ছবি ও লাঙ্গল প্রতীক রয়েছে। 

এ বিষয়ে জানতে ফয়জুর রহমান (এসনু) মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় পার্টি থেকে আমাকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য বলা হয়েছে। মনোনয়নের বিষয়টি দলীয়ভাবে চূড়ান্ত হয়েছে। দলের হাইকমান্ড থেকে আমাকে প্রচার চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। তাই দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ায় প্রাথমিকভাবে কয়েকশ ফেস্টুন ছেপে দিয়েছি।'

 

এসএ/আরআর-০২