ওসমানীনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ১৪, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন



ওসমানীনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

সিলেটের ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন ৩০০ রোগী। শনিবার (১৩ মার্চ) দুপুরে সিলেটের ওসমানীনগরের খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তিনি বলেন, আমাদের সমাজে চাওয়া-পাওয়ার ফারাক অনেক। কোনো না কোনোভাবে বঞ্চিত সবাই। কিন্তু সবচেয়ে বঞ্চিত তারাই যারা অন্ধ বা চোখের নানা সমস্যায় বিধাতার এই অপার সৃষ্টিকে ভালো করে দেখতে পারছে না। একটি হাত বা একটি পা না থাকলেও সমাজে চলা যায়। কিন্তু যার চোখে দৃষ্টি নেই, সে দুনিয়াতে সবচেয়ে বড় অবহেলার শিকার। অন্য কারো সাহায্য ছাড়া তার জন্য চলাচল অসম্ভব। যারা দৃষ্টিহীনদের জন্য কিছু করতে উদ্যোগী হন, তাদের জন্য আল্লাহর রহমত বর্ষিত হয়। 

প্রবাসী আব্দুল বারী (কাপ্তান মিয়া) ও মুহিবুন বারী চৌধুরীর উদ্যোগে চক্ষু শিবির শুরুর পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক সুফি মিয়া। অবসরপ্রাপ্ত শিক্ষক আওলাদ মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী কাপ্তান মিয়া, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, প্রবাসী আব্দুল বারী (কাপ্তান মিয়া), খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, খাদিমপুর-কাঁঠালখাইড় হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান নানু, শিক্ষক কামাল আহমদ, সাবেক ইউপি সদস্য জিতু মিয়া, আজাদ মিয়া, সেলিম আহমদ প্রমুখ।

প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে উক্ত চক্ষু শিবিরে এলাকার ৩ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, চশমা বিতরণ ও ছানিপড়া রোগীদের অপারেশন বাস্তবায়ন করছে ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতাল।

 

ইউডি/আরআর-০৩