কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৪, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে বখাটের হুমকির পর কিশোরীর আত্মহত্যার ঘটনায় মামলা নিচ্ছিল না পুলিশ। তবে গতকাল শুক্রবার (১২ মার্চ) দৈনিক সিলেট মিরর পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার রাতেই মামলাটি রেকর্ড করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর পূর্বপাড়া গ্রামে।
জানা যায়, কোম্পানীগঞ্জে বখাটে তোফায়েলের হুমকির পর ১০ম শ্রেণির ছাত্রী লিমা বেগম (১৮) আত্মহত্যা করার প্রমাণ থাকার পরও দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য বার বার থানায় যোগাযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছিল না। এ নিয়ে দৈনিক সিলেট মিরর'র কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদের কাছে অভিযোগ জানান ওই ছাত্রীর মা আয়েশা বেগম। অভিযোগপ্রাপ্তির পর ঘটনার অনুসন্ধান করে গতকাল শুক্রবার সিলেট মিরর পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে ওইদিন রাতে মামলাটি (নম্বর-০৯, তারিখ- ১২.০৩.২০২১) রেকর্ড করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
আত্মহত্যাকারী কিশোরী লিমা বেগম চাটিবহর পূর্বপাড়ার প্রবাসী চান্দ আলীর মেয়ে। গত ৭ মার্চ কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত লিমাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বেলা সোয়া ১টায় লিমা মৃত্যুবরণ করে। এ ঘটনার পর পরই বখাটে তোফায়েলসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
লিমার মা আয়েশা বেগম মামলাটি রেকর্ড করানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে সিলেট মিররকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ঘটনার ৬ দিন পর মামলাটি রেকর্ড হয়েছে শুনে আমরা আশা করছি আমার মেয়ে হত্যার ন্যায়বিচার পাব।' দ্রুতসময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, এসআই জহিরুল মামলাটি তদন্ত করে তোফায়েল আহমদকে (২০) আসামি করে মামলা রেকর্ড করেছেন।
নেটওয়ার্কের সমস্যার কারণে মামলাটি রেকর্ড করে নথি করতে সময় লেগেছে। আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, 'এ ঘটনায় মামলাটি নেওয়া হয়েছে এবং আসামিকে দ্রুতসময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।'
এমকে/আরআর-০৭