অজ্ঞাত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৪, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন



অজ্ঞাত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা ৭০ বছরের এক বৃদ্ধের আত্বীয়-স্বজনের সন্ধান চায় পুলিশ। সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের টহলরত দল সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কের গোয়ালগাঁও প্রবেশের রাস্তার ডান পাশে ফাঁকা জমির উপর থেকে এই বৃদ্ধকে উদ্ধার করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের ৩য় তলার ১১ নম্বর ওয়ার্ডের এক্সট্রা-৪০ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। যদি কেউ এই বৃদ্ধকে চিনেন বা তার পরিচয় জেনে থাকেন তাহলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বা দক্ষিণ সুরমা থানায় (ডিউটি অফিসার মোবাইল-০১৩২০-০৬৭৬৯৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএ-০৩