বিমানবন্দর সড়কে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাক খাদে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
১১:৪৬ অপরাহ্ন



বিমানবন্দর সড়কে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাক খাদে

সিলেটের বিমানবন্দর সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে খাদে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ রবিবার (১৪ মার্চ) ভোরে বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রাকটি খাদে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ ঘটনায় ভোরের দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাটি ঘটে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কারণে বিমানবন্দর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুতের ভেঙে পড়া খুঁটি সরিয়ে নতুন খুঁটি স্থাপন করায় প্রায় ২ ঘণ্টা পর পূনরায় বিদ্যুৎ সংযোগ চালু হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই লোকমান আহমদ। তিনি জানান, কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে সেটি ভেঙে খাদে পড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন কাজ শুরু করে।

বিএন-০৬