নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৯:০৯ পূর্বাহ্ন
শিশুসাহিত্যিক, গীতিকার ও ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুলের মাতা এবং আসদ্দর আলীর স্ত্রী এখলাসুন নেছা (এলাসুন) ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)। আজ রবিবার (১৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আগামীকাল সোমবার বাদ জোহর নগরের ঘাসিটুলা পাঞ্চায়েতি কবরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ শেষে পাঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হবে।
এ সংক্রান্ত আরও সংবাদ পড়ুন-
এএফ/০৩